চাঁপাইনবাবগঞ্জে গাওয়া হল ‘বিশ্বব্যাপী কোটি কন্ঠে জাতীয় সঙ্গীত’

বিজয় দিবস উযযাপন জাতীয় কমিটি ও গণজাগরণ মঞ্চের আয়োজনে বুধবার বিকেল চারটা একত্রিশ মিনিটে দেশের অন্যান্য স্থানেরমত চাঁপাইনবাগঞ্জেও পালিত হয়েছে কোটি কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া অনুষ্ঠান।
চাঁপাইনবাবগঞ্জ শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বিশ্বব্যাপী কোটি কন্ঠে জাতীয় সঙ্গীতের অংশ হিসেবে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। এ সময় হাজারও জনতা মঞ্চের সামনে ও চারিদিকে উপস্থিত হয়ে জাতীয় সঙ্গীত গায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আব্দুল ওদুদ, চাঁপাইনবাবগঞ্জের পাবলিক প্রসিকিউটর জোব্দুল হক, চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড মিজানুর রহমান, পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সামিউল হক লিটন, জাসদ মনোনীত মেয়র প্রার্থী মনিরুজ্জামান মনির, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম, গণজাগরণ মঞ্চের আনোয়ার হোসেন দিলু, রফিক হাসান বাবলু, কামাল উদ্দীন, খাইরুল ইসলাম, মুক্তিযোদ্ধা অধ্যাপক ইব্রাহিমসহ বিভিন্ন এলাকার নারী-পুরুষ,বৃদ্ধ,শিক্ষার্থী, শিশুসহ সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সদস্যরা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬-১২-১৫