শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে যত ভোটে নির্বাচিত হলেন যারা...

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে চার নম্বরে ফেলে বিজয়ী হলেন আওয়ামলীগের বিদ্রোহী প্রার্থী শিবগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (সদ্য সাময়িকভাবে বহিস্কৃত) কারিবুল হক রাজিন। রাজিন পেয়েছেন, ১০ হাজার ২১৫ ভোট। তার কাছের প্রতিদ্বন্দ্বি আরেক স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা জাফর আলী। তার ভোট ৬ হাজার ২২২। নির্বাচনে বিএনপি’র প্রার্থী সফিকুল ইসলাম পেয়েছেন ৪ হাজার ৯৩৬ ভোট। আর ২ হাজার ৮৮৩ ভোট পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ময়েন খান।
উৎসব মুখর পরিবেশে ও শান্তিপুর্ণভাবে অনুষ্ঠিত নির্বাচনে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াত সমর্থক প্রার্থীরা। স্বতন্ত্রও রয়েছেন নির্বাচিতের তালিকায়। জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার শহিদুল ইসলাম জানান, সাধারণ কাউন্সিল পদে নির্বাচিত হয়েছেন তারা হলেন- ১নং ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থী মইন উদ্দিন আহমেদ (উটপাখি) ৮৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি সমর্থিত সাদিকুল ইসলাম (পানির বোতল) ৭৪৪ ভোট। ২নং ওয়ার্ডে জামায়াত সমর্থিত মাইনুল ইসলাম (পাঞ্জাবী) ৮২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগ সমর্থিত একরামুল হক (উটপাখি) ৫৭৮ ভোট। ৩নং ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত জুম্মন আলী (পানির বোতল) ১৩২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগ সমর্থিত জাইদুল ইসলাম (উটপাখি) ১০৩১ ভোট। ৪নং ওয়ার্ডে বিএনপি সমর্থিত সাদিকুল ইসলাম সাদেক (ডালিম) ৮৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াত সমর্থিত রুবেল আলী (পাঞ্জাবী) ৪২১ ভোট। ৫নং ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাজিউজ্জামান (উটপাখি) ১৮৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগ সমর্থিত আজিজুল ইসলাম (পানির বোতল) ১৬২২ ভোট। ৬নং ওয়ার্ডে বিএনপি সমর্থিত আবদুস সবুর (পাঞ্জাবী) ১০৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াত সমর্থিত শাহজাহান আলি (ব্রিজ) ৯৪৪ ভোট। ৭নং ওয়ার্ডে আওয়ামী লীগ শহিদুল ইসলাম বাবু (উটপাখি) ১৪৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি সমর্থিত আক্কাশ আলী (পানির বোতল) ৫৫৩ ভোট। ৮নং ওয়ার্ডে বিএনপি সমর্থিত আবদুস সালাম (উটপাখি) ১৩৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগ সমর্থিত সোহবুল ইসলাম (পানির বোতল) ৯৯৯ ভোট। ৯নং ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত খাইরুল আলম জেম (পানির বোতল) ১৪৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগ সমর্থিত আবদুস সালাম (উটপাখি) ১২৭৭ ভোট এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে যারা নির্বাচিত হয়েছেন- ১নং ওয়ার্ডে মনজিলা বেগম (কাঁচি) ২৮১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোস্তারী খাতুন (আঙ্গুর) ২৪৪১ ভোট। ২নং ওয়ার্ডে সায়েরা বেগম (ভ্যানিটি ব্যাগ) ৩৬২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী লাকি বেগম (পুতুল) ২০৯১ ভোট। ৩নং ওয়ার্ডে আকলিমা বেগম (ভ্যানিটি ব্যাগ) ৩০৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমেনা বেগম (কাঁচি) ২৪৪৯ ভোট।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ৩১-১২-১৫

,