নির্বাচনী ফলাফল > এক তিনশুণ্য

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে ‘ভোটের অংকে পিছিয়ে’ থাকা ক্ষমতাসীন আওয়ামী লীগ এবার অনেক এগিয়ে আসলেও জয় মেলেনি। ১০০০ ভোটের ব্যবধানে পরাজয় হতে হয়েছে স্বতন্ত্র প্রার্থী চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমীর নজরুল ইসলামের কাছে। ভোটের অংকটাও পুরোপুরি এক হাজার। ভোট গণনা শেষে বুধবার রাতে টানটান উত্তেজনার মাঝে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনের রির্টানিং অফিসার নজরুল ইসলাম বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৫৭টি কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা অধ্যক্ষ নজরুল ইসলাম জগ প্রতিকে পান ৩১ হাজার ৫০৪ ভোট। তার কাছের প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের প্রার্থী সামিউল হক লিটন নৌকা প্রতিকে ভোট পান ৩০ হাজার ৫০৪ ভোট।
নির্বাচনে বিএনপি’র প্রার্থী অধ্যপক আতাউর রহমান ২১ হাজার ৪২৭ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। গত পৌর নির্বাচনে বিএনপি’র অবস্থান ছিল এক নম্বরে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩১-১২-১৫