চার পৌরসভা নির্বাচনে জিতলেন সদরে জামায়াত নেতা, শিবগঞ্জে বিদ্রোহী আ.লীগ নাচোল ও রহনপুরে আ.লীগ বিএনপি

প্রথমবারের মত দলীয় আবরণে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের চার পৌরসভায় বিজয়ের হাসি হাসলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক নজরুল ইসলাম, শিবগঞ্জের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কারিবুল হক রাজিন, রহনপুরের বিএনপি নেতা তারেক আহম্মেদ ও নাচোলের আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ খান ঝালু। ভোট গণনা শেষে বুধবার রাতে স্ব স্ব রির্টানিং অফিসররা তাদের বেসরকরিভাবে নির্বাচিত ঘোষণা করেন।
রির্টানিং অফিসার জানান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী সামিউল হক লিটনকে ১ হাজার ভোটে পরাজিত করে মেয়র নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জেলা জামায়াতের আমীর অধ্যাপক নজরুল ইসলাম। নজরুল ইসলাম মোট ভোট পেয়েছেন ৩১ হাজার ৫শ’ ৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বদ্বী প্রার্থী সামিউল হক লিটন পেয়েছেন ৩০ হাজার ৫শ’ ৪ ভোট। তৃতীয় অবস্থানে রয়েছেন সাবেক মেয়র বিএনপি’র প্রার্থী অধ্যাপক আতাউর রহমান। তিনি পেয়েছেন ২১ হাজার ৪২৭ ভোট। জাসদের মনিরুজ্জামান মনির পেয়েছে ২ হাজার ৪৫৮ ভোট। বিএনপি’র বিদ্রোহী মাওলনা আব্দুল মতিন পেয়েছেন ১ হাজার ১৫৩ ভোট।
শিবগঞ্জ পৌরসভায় ১০ হাজার ২শ’ ১৫ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র প্রার্থী) কারিবুল হক রাজিন। তার নিকটতম প্রতিদ্বদ্বী স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা জাফর আলী পেয়েছেন ৬ হাজার ১শ’ ২৭। বিএনপি প্রার্থী সফিকুল ইসলাম পেয়েছেন ৫ হাজার ৯০ ভোট। আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ময়েন খান পেয়েছেন ২ হাজার ৮৮৩ ভোট।
নাচোল পৌরসভায় ৩ হাজার ২শ’ ১৮ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আবদুর রশিদ খাঁন ঝালু। তার নিকটতম প্রতিদ্বদ্বী স্বতন্ত্র প্রার্থী আমানুল¬াহ্ আল মাসুদ পেয়েছেন ২ হাজার ৭শ’ ২০ ভোট। বিএনপি’র কামরুজ্জামান পেয়েছেন ২ হাজার ৬৪১ ভোট। এছাড়া অন্য মেয়র প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম ৮০৫, আবদুল মালেক চৌধুরী ৫১৫, আসলাম হোসেন ২১৭ ও জাতীয় পার্টির তৌহিদুল ইসলাম শাহীন পেয়েছেন ৯১ ভোট।
এদিকে, নাচোল পৌরসভায় সংরক্ষিত আসনের কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন ১ আসনে (১, ২ ও ৩ নং ওয়ার্ড) ফিরোজা খাতুন, ২ আসনে (৪, ৫ ও ৬ নং ওয়ার্ড) আরিফা বেগম ও ৩ আসনে (৭, ৮ ও ৯ নং ওয়ার্ড) আরমানি বেগম। এছাড়া কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন ১ নং ওয়ার্ডে মনিরুল ইসলাম, ২ নং ওয়ার্ডে শরিফুল ইসলাম, ৩ নং ওয়ার্ডে মতিউর রহমান, ৪ নং ওয়ার্ডে ফারুক আহমেদ বাবু, ৫ নং ওয়ার্ডে আবদুল খালেক, ৬ নং ওয়ার্ডে সানাউল্লাহ, ৭ নং ওয়ার্ডে হেলাল উদ্দিন, ৮ নং ওয়ার্ডে শফিকুল ইসলাম ও ৯ নং ওয়ার্ডে আফসার আলী।
রহনপুর পৌরসভা প্রতিষ্ঠার পর এই প্রথম দখল নিলেন বিএনপি। এখানে ৯ হাজার ৫শ’ ১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী তারিক আহম্মেদ। তার নিকটতম প্রতিদ্বদ্বী আওয়ামী লীগ প্রার্থী গোলাম রাব্বানী বিশ্বাস পেয়েছেন ৭ হাজার ৬শ’ ৩০ ভোট।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০-১২-১৫

, , ,