নাচোলে দলিত জনগোষ্ঠির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ জেলা দলিত জন গোষ্ঠির জীবন মান উন্নয়নে নীতি নির্ধারক ও স্থানীয় নেতৃ বৃন্দের ভুমিকা শীর্ষক মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার নাচোল উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারী উন্নয়ন সংস্থা  বিডিইআরএম ও নাগরিক উদ্যোগ এর যৌথ উদ্যোগে এই মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়। বিডিইআরএম এর সভাপতি সুনিল মৃধার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য মুহাঃ গোলাম মোস্তফা বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন নাচোল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রর ইউএইচএ ডাঃ শফিকুল ইসলাম, নাচোল থানার অফিসার ইনচার্জ ফাছিরুদ্দিন, নাগরিক উদ্যোগ এর প্রগ্রাম কো-অডিনেটর আফসানা বিনতে আমিন, বিডিইআরএম’র কেন্দ্রীয় সেক্রেটারী বিভূতোষ রায়,জেলা সভাপতি ব্রম্মনাথ ঠাকুর, রহনপুর ইউসুফ আলী কলেজের প্রভাষক এম.আব্দুল্লাহ, মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আঃ রাজ্জাক, নাচোল পৌর সভার লাইসেন্স পরিদর্শক আহসান হাবীব।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন মানবধিকার কর্মী শিপন রবিদাস। দলীত পরিবারের পক্ষ থেকে তাদের বিভিন্ন সমস্যার কথা তুল ধরেন সীমা রানী ও মিলন। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন মানবাধিকার কর্মী চন্দন কুমার।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ১৭-১২-১৫

,