রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদকের উপর হামলা

রাজশাহী বিশ^বিদ্যালয় (রাবি) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লবের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বিশ^বিদ্যালয় সংলগ্ন কাজলা গেটে এ ঘটনা ঘটে। এসময় দুবৃর্ত্তরা পর পর দুটি ককটেলও বিস্ফোরণ করে। এতে তেমন কোন আহত হওয়ার ঘটনা না ঘটলেও সাধারণ সম্পাদকের বা হাতে অনেকটাই কেটে গিয়েছে বলে জানা গেছে। 
ঘটনার পরেই ছাত্রলীগের নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে।
এর আগে রোববার বেলা  সাড়ে ৩ টার দিকে বিশ^বিদ্যালয় শহীদ হবিবুর রহমান মাঠে বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগের ৬টি হলের সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনের এক ঘন্টা পরেই এ হামলা ঘটনা ঘটে।
নবাব আব্দুল লতিফ হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান ক্যাম্পাসলাইভকে বলেন, সন্ধ্যায় বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লবসহ ৫ থেকে ৬জন নেতাকর্মীরা কাজলা গেটে আসছিলাম। তবে রাস্তায় জানজটের কারণে দাঁড়িয়ে গেলে পিছন থেকে ২০ থেকে ২৫ জন যুবক জয় বাংলা শ্লোগান দিয়ে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে তারা আবারো ‘নারায়ে তাকবির’ শ্লোগান দিয়ে ইট পাটকেল নিক্ষেপ করে।  এসময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হওয়ায় তারা দ্রুত সটকে পরে। তবে একটি ইটের ছোড়া ঢিল বিপ্লব ভাইয়ের বাম হাতে লেগে অনেকটাই কেটে যায়।
এ ব্যাপারে বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা ক্যাম্পাসলাইভকে বলেন, মৌলবাদী জামাত শিবির হরতালের নামে এ হামলা চালিয়েছে। তারা দেশে নৈরাজ্য সৃষ্টি করতে পছন্দ করে। মানুষ মারতেই তারা ভালোবাসে। আমরা আশাবাদী প্রশাসন অপরাধীদের ধরার চেষ্টা করবে। 
জানতে চাইলে এ ব্যাপারে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ক্যাম্পাসলাইভকে বলেন, কে বা কারা এ কাজ করেছে তা এখনো জানা যায়নি। তবে যারাই এ কাজ করেছে তাদেরকে ধারার জন্য চেষ্টা চালাচ্ছি বলে জানান তিনি।

চাঁপাইবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, রাবি/ ২২-১১-১৫