আমাদের দেশপ্রেম আছে আমারা অস্ত্র ধরে দেশ স্বাধীনও করতে পারি ...খায়রুজ্জামান লিটন

আমাদের সাহস আছে, আমাদের দেশপ্রেম আছে সেই জাতি আবার অস্ত্র ধরে দেশ স্বাধীনও করতে পারে।ধর্ম দিয়ে যদি দেশ গঠন করা যেত তাহলে ইরাক, ইরান, কুয়েত, কাতার, পাকিস্তান একই দেশ হতো। তাই ধর্ম কখনও একটি দেশ গঠনের মাপকাঠি হতে পারে না। আমার জাতিসত্বা, আমার সংস্কৃতি, আমার ভাষা, আমরা আবেগী জাতি বাঙালি জাতি।
রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের হল সম্মেলনে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আজকে আমাদের ছেলে-মেয়েরা স্বপ্ন দেখে উন্নত বাংলাদেশ গড়ার। হানাহানি, হিংসা, বিদ্বেষ ভুলে গিয়ে ছাত্রলীগের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে দেশমাতৃকার সেবা করার জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে। সেই প্রস্তুতি শুধু বই দিয়ে হবে না। বইয়ের পাশাপাশি একাত্তর সালের মতো সবদিক থেকে প্রস্তুত থাকতে হবে। কারণ আইএস, জঙ্গি, তালেবান, হরকাতুল জিহাদ সবাই এক ও অভিন্ন। বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন নামে তারা জঙ্গিবাদ চালাতে চায়। তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।
বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হল শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর ইসলামের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধক ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি এম মিজানুর রহমান। লতিফ হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমানের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন নগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সাইদুল ইসলাম প্রমুখ।
প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আটটি হল শাখা ছাত্রলীগের সম্মেলন গতকাল রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হল মাঠে অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, রাবি/ ২২-১১-১৫