শিবগঞ্জে দূবৃর্ত্তের হাতে মুক্তিযোদ্ধা রফিকুল আহত
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে দূবৃর্ত্তরা রফিকুল ইসলাম লালবর (৫৫) নামে একজন মুক্তিযোদ্ধাকে ছুরি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে বলে খবর পাওয়া গেছে।
শিবগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়ল ও ৫নম্বর ওয়ার্ড কমিশনার ঈমানী আলি জানান, রোববার রাত ৭ টার দিকে চুরপুর গ্রামের মৃত আব্দুস কুদ্দুসের ছেলে ও শিবগঞ্জ ১ নম্বর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম লালাবর বাজার থেকে বাড়ি যাবার পথে তর্তীপুরের চতুরপুর এলাকায় কয়েকজন দূবৃর্ত্ত পিছন দিক থেকে তাকে ছুরিকাঘাত করে । এতে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম গুরুতর আহত। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রাজশাহী মেডিকাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
৫ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল হক ও থানা মুক্তিযোদ্ধা কমান্ডার বজলার রশিদ সনু ঘটনার সত্যতা স্বীকার করেন। তবে এব্যাপারে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএম ময়নুল ইসলাম জানান, এ ধরনের কোন ঘটনা আমাদের জানা নেই এবং কেউ কোন অভিযোগ করেনি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ০২-১১-১৫
শিবগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়ল ও ৫নম্বর ওয়ার্ড কমিশনার ঈমানী আলি জানান, রোববার রাত ৭ টার দিকে চুরপুর গ্রামের মৃত আব্দুস কুদ্দুসের ছেলে ও শিবগঞ্জ ১ নম্বর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম লালাবর বাজার থেকে বাড়ি যাবার পথে তর্তীপুরের চতুরপুর এলাকায় কয়েকজন দূবৃর্ত্ত পিছন দিক থেকে তাকে ছুরিকাঘাত করে । এতে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম গুরুতর আহত। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রাজশাহী মেডিকাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
৫ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল হক ও থানা মুক্তিযোদ্ধা কমান্ডার বজলার রশিদ সনু ঘটনার সত্যতা স্বীকার করেন। তবে এব্যাপারে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএম ময়নুল ইসলাম জানান, এ ধরনের কোন ঘটনা আমাদের জানা নেই এবং কেউ কোন অভিযোগ করেনি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ০২-১১-১৫