নাচোলে গাঁজা ও ইয়াবাসহ ৩ জন আটক

চাঁপাইনবাবগঞ্জ নাচোলের বাসষ্ট্যান্ড মোড় ও উপজেলার ফতেপুর মোড় থেকে ৫০ কেজি গাঁজা, ৭০০ পিস ইয়াবা ও ১টি পিকআপভ্যানসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার ছোটচক গ্রামের তোফিজুল ইসলামের ছেলে সুজন (২২) পিঠালীতলা গ্রামের মহবুলের ছেলে আল-আমিন (২৫) ও চট্্রগ্রাম জেলার মিরেরসরাই উপজেলার গাজীটোলা গ্রামের সৈয়দের রহমানের ছেলে চালক এসএম আরিফ বিল্লাহ (৩২)।
নাচোল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ফাসিরুদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে  সোমবার বেলা ১১ টার দিকে নাচোল উপজেলার ফতেপুর মোড় থেকে ৭০০ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করে। অপরদিকে, এসআই গৌতম কুমারের নেতৃত্বে নাচোল বাসষ্ট্যান্ড মোড়ে ১টি পিকআপভ্যানে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ বিল্লাহকে আটক করে।
এব্যাপারে নাচোল থানায় মাদক আইনে পৃথক ২টি মামলা হয়েছে।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ০২-১১-১৫

,