শিবগঞ্জে তোহাখানার এলাকা থেকে ফেন্সিডিল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার তোহাখানার মাঠ এলাকা থেকে ১ হাজার ৪৫২ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। এঘটনায় কাউকে আটক করা যায়নি।
চাঁপাইনবাবগঞ্জ  ৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নে অতিরিক্ত পরিচালক মিন্নাত আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকালে সোনামসজিদ বিওপির একটি টহল দল সুবেদার সামছুর রহমান এর নেতৃত্বে¡ শিবগঞ্জ উপজেলার তোহাখানার পশ্চিম পার্শ্বের মাঠ এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৪৫২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত ফেন্সিডিলের মূল্য ৫ লক্ষ ৮০ হাজার ৮০০ শ’ টাকা। উদ্ধারকৃত ফেন্সিডিল চাঁপাইনবাবগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হবে বলে জানানো হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২-১১-১৫

,