পাথর ভর্তি ট্রাকে ফেন্সিডিলসহ ২ জন আটক

সোনামসজিদ বন্দর থেকে ছেড়ে আসা পাথর ভর্তি একটি ট্রাকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ছত্রাজিতপুর  এলাকায় তল্লাসী চালিয়ে ৭শ’ ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। সেই সাথে ট্রাক চালক ও তার সহযোগী হেলপারকে আটক করে। আটককৃতরা হলো ঢাকার সাভার উপজেলার হিজলা গ্রামের ফারুক হোসেনের ছেলে আদনান (২৬) ও একই গ্রামের দোস মোহাম্মদের ছেলে নাহিদ (৩০)।
শিবগঞ্জ থানার ওসি এম এম ময়নুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে উপ পরিদর্শক মাহ্ফুজ আলমের নেতৃত্বে একদল পুলিশ সোনামসজিদ বন্দর থেকে ছেড়ে আসা পাথর ভর্তি ঢাকা মেট্রো ট-১৪-৫২৬১ ছত্রাজিতপুর নামক স্থানে একটি ট্রাকে তল্লাশী চালিয়ে ৭শ’ ৫০ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক করে।
এব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে ওসি জানান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ০২-১১-১৫

,