মা-শিশু ও কৈশোর কালীন স্বাস্থ্য সেবা ও প্রচার সপ্তাহ

পরিবার পরিকল্পনা, মা-শিশু ও কৈশোর কালীন স্বাস্থ্য সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেশী সভা ও প্রেস ব্রিফিং হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর। বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ আলাউদ্দিন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ উপ-পরিচালক ডাঃ আব্দুস সালাম, জেলা তথ্য অফিসার ওহিদুজ্জামান জুয়েল, পরিবার পরিকল্পনা পরিদর্শক গোলাম কবির, তানজিলা খাতুনসহ অন্যরা। এসময় সাংবাদিক, পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করুন, অপরিকল্পিত গর্ভধারণ রোধ করুন প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আগামী ৭ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত স্বাস্থ্য সেবা ও প্রচার সপ্তাহ পালিত হবে। সভায় জন্মনিয়ন্ত্রণ বিষয়ে সকলকে একসাথে কাজ করার আহবান জানানো হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৪-১১-১৫