শিবগঞ্জে মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাত করে হত্যা চেষ্টার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম লালবরকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টার প্রতিবাদে বুধবার প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধারা।
শিবগঞ্জ বাজারস্থ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে প্রায় ঘন্টাব্যাপি অনুষ্ঠিত হয় এই মানববন্ধন কর্মসুচি। এ সময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বজলুর রহমান সনু, মুুক্তিযোদ্ধা তসলিম উদ্দীন, আব্দুল মান্নান, নজরুল ইসলাম।
সমাবেশে বক্তরা মুক্তিযোদ্ধা লালবরের উপর হামলাকারীদের গ্রেফতার ও দ্রুত বিচার দাবি করেন।
উল্লেখ্য, গত ১ নভেম্বর সন্ধ্যা শিবগঞ্জ বাজার থেকে বাড়ি ফেরার পথে তর্তিপুর এলাকায় শিবগঞ্জের আলীডাঙ্গা গ্রামের মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম লালবরকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে মারাত্মকভাবে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ০৪-১১-১৫

,