ভোলাহাটে আইন শৃংখলা ও সমন্বয় কমিটির মাসিক সভা

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃংখলা ও সমন্বয় কমিটির মাসিক সভা বুধবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত মোঃ রফিকের সভাপতিত্বে মাসিক সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম আনোয়ার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা। এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অফিসার ইনচার্জ মহসীন আলী, জেকে পোল্লাডাঙ্গা বিজিবি কোম্পানী কমান্ডার রনজিৎ কর্ম্মকার, ভোলাহাট স্পেশাল ক্যাম্প কমান্ডার নায়েক হায়াত আলী, ইউপি চেয়ারম্যানগণ-আলহাজ্ব ইয়াজদানী জর্জ, আলাউদ্দিন আলী ও জগলুল হক, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ওয়াজেদ আলী, কোষাধ্যক্ষ পিয়ার জাহান, উপজেলা মুক্তিযোদ্ধা সহকারী কমান্ডার কোরবান আলী, উপজেলা ইঞ্জিনিয়ার এস,এম মুঞ্জুর মাওলা, বিএমডিএ ইঞ্জিনিয়ার নিশিকান্ত সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মেহফুজুর রহমান, পরিবার পরিকল্পনা অফিসার শাহনেওয়াজ চৌধুরী, অধ্যক্ষ মনিরুল ইসলাম, প্রধান শিক্ষক আতাউর রহমান, ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক আলতাফ উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শরিফুল ইসলাম শরীফ, প্রেসক্লাবের সভাপতি গোলাম কবির প্রমূখ।
মাসিক আইন শৃংখলা ও সমন্বয় সভায় বক্তারা উপজেলার সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং বর্তমান ইউএনও’র প্রশংসা করেন ও তার একান্তই প্রচেষ্ঠায় বাল্যবিবাহ আগের চেয়ে নিয়ন্ত্রণে বলে উল্লেখ করেন। তবে মাদকদ্রব্যের ব্যাপারে আরো সচেষ্ট হওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত রফিক বলেন, উপজেলার সকল জনসাধারণ সার্বিকভাবে সহযোগিতা করলে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আপ্রাণ চেষ্টা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ২৫-১১-১৫

,