শিবগঞ্জে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নারী ও শিশু নির্যাতন রোধে শিবগঞ্জে ‘নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ’শীর্ষক সংবাদ সম্মেলন করেছে বেসরকারী সংস্থা এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্টের আয়োজনে শিবগঞ্জ এসিডি কার্যালয়ে এরিয়া অফিসার কামাল হাসানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে ধারণাপত্র পাঠ করেন ইয়ুথ গ্র“প সদস্য তমিজ উদ্দিন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এরিয়া কো-অডিনেটর হাফিজ উদ্দিন, মনাকষা শাখা ব্যবস্থাপক তরিকুল, প্রোগ্রামিং অফিসার তারেক, ইমদাদুল হকসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, এসিডির জরিপ রিপোর্টে চলতি বছরের জানুয়ারী থেকে ১০ নভেম্বর পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৭৬ জন নারী, শিশু নির্যাতনের শিকার হয়েছে। সম্মেলনে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২৫-১১-১৫

,