কানসাটে নবীন ফার্মেসীর মালিককে ৬ মাসের জেল ও জরিমানা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট বাজারে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে নবীন ফার্মেসীর মালিক গোলাম নবী (৫০)কে ৬ মাসের জেল, ৫০ হাজার টাকা জরিমান ও তার ফার্মেসীকে শিলগালা করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। সে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের শরৎনগর গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে।
সোমবার রাত ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা ঔষধ তত্ত্বাবধায়ক শিকদার কামরুল ইসলামের নেতৃত্বে কানসাট বাজারে নিয়মিত অভিযানে ভ্রাম্যমান আদালত পরিচালক নির্বাহী ম্যাজিষ্ট্র্রেট ও সহকারি কমিশনার (ভূমি) আফাজ উদ্দিন এ রায় দেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা ঔষধ তত্ত্বাবধায়ক (ড্রাগ সুপার) শিকদার কামরুল ইসলাম জানান, মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার জন্য সোমবার রাতে শিবগঞ্জের কানসাট বাজারে অভিযান চারিয়ে নবীন ফার্মেসীতে বিপুল পরিমাণে মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়া যায়। যার ফলে ১৯৪০ ইং সনের ঔষধ আইন ৩২ (১) ধারা দ্বন্ডনিয় অপরাধে নির্বাহী ম্যাজিষ্ট্র্রেট ও সহকারি কমিশনার (ভূমি) আফাজ উদ্দিন নবীন ফার্মেসীর মালিক গোলাম নবীকে ৬ মাসের জেল, ৫০ হাজার টাকা জরিমান ও তার ফার্মেসীকে শিলগালা করে দেয়ার রায় ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬-১১-১৫

,