জাতীয় পর্যায়ের অনুষ্ঠানে অংশ নিবে ঐতিহ্যবাহী গম্ভীরা- শিল্পকলা’র মহাপরিচালকের আশ্বাস

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সঙ্গে  চাঁপাইনবাবগঞ্জের সাংস্কৃতিক কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জাতীয় পর্যায়ের অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরার অংশ গ্রহণের ব্যবস্থা করার আশ্বাস প্রদান করা হয়।
বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ শিল্পকলা একাডেমী সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীরের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী, অতিরিক্ত জেলা প্রশাসক নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড.মাযহারুল ইসলাম তরু, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচার একাডেমী রাজশাহীর উপপরিচালক শামীম আহমেদ খান, অবসরপ্রাপ্ত শিক্ষক শাহ আলম, শিল্পকলা একাডেমীর সাবেক যুগ্ন সম্পাদক আনোয়ার হোসেন লালু প্রমুখ।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল, উপস্থাপনায় ছিলেন, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব গোলাম ফারুক মিথুন।
শেষে উন্মুক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা থিয়েটারের সম্পাদক শাহজাহান প্রামানিক, রসকস গম্ভীরা দলের নানা অ্যাডভোকেট শাহ জামাল । প্রধান অতিথি তার বক্তব্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমীকে এগিয়ে নিতে সকল সাংস্কৃতিক কর্মীকে একযোগে কাজ করার আহবান জানান এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার আঞ্চলিক গান গম্ভীরাকে আগামীতে জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করাসহ আলকাপ গান ও গম্ভীরা’র জাতীয়ভাবে সেমিনার করার আশ্বাস দেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯-১০-১৫