ডুবে যাওয়ার ২১ ঘন্টা পর মোহনপুর ট্যাক হতে মুকুলের লাশ উদ্ধার

শিবগঞ্জের পাগলা নদীতে লোহার কড়াইতে চড়ে পারাপারের সময় পানিতে ডুবে নিখোঁজ হওয়ার ২১ ঘন্টা পর বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মোহনপুর ট্যাক হতে মুকুলের (৫৫)  লাশ উদ্ধার করেছে এলাকাবাসী।  মুকুল শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের কমলাকান্তপুর গ্রামের মোহঃ বজলুর রহমানের ছেলে।
বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে মুকুল ধান সিদ্ধ করা বড় কড়াইতে চড়ে পাগলা নদী পার ঘাস কেটে বাড়ি ফিরার সময় কড়াই ডুবে গেলে সে নিখোঁজ হয়। দুপুরে পেরিয়ে গেলেও মুকুল ফিরো না আসাায শিবগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের ৭জন ডুবুরী সহ মোট ১১জন দীর্ঘ ৬/৭ঘন্টা ধরে পাগলা নদীতে তল্লাশী চালিয়ে খুঁজে পাওয়া যায়নি। অবশেষে বৃহস্পতিবার লাশ ভেসে উঠে মোহনপুরে।
ছত্রাজিতপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা ও মহিলা সদস্য জিন্নাতারা বেগম জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের  মোহনপুর ট্যাক হতে  এলাকাবাসী  মুকুলের লাশ উদ্ধার কওে আত্মীয়দের খবর দিলে তারা ঘটনাস্থল থেকে  মুকুলের লাশ নিয়ে আসে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্বা প্রতিবেদক, শিবগঞ্জ/ ২৯-১০-১৫

,