সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে রাবি হিন্দু সংঘের মানববন্ধ

সারাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদ ও সাম্প্রদায়িক সম্প্রীতি অব্যাহত রাখার দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) হিন্দু সংঘ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রাবির প্রধান ফটকের সামনে তারা এ কর্মসূচি পালন করে ।

রাবি কেন্দ্রীয় মন্দিরের উপ-আপ্যায়ণ বিষয়ক সম্পাদক প্রসেনজিৎ কুমারের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মন্দিরের সহ-সাজসজ্জা বিষয়ক সম্পাদক চিন্ময় কুমার মল্লিক, পূজা উদযাপন পরিষদ আমির আলি হল শাখার সাধারণ সম্পাদক সুজন বিশ^াস, বাংলা ৩য় বর্ষের শিক্ষার্থী নিশীতা চাকমা, হিসাব বিজ্ঞান ৪র্থ বর্ষের শিক্ষার্থী অনিক সাহা, বাংলা ৩য় বর্ষে শিক্ষার্থী প্রিয়াংকা দত্ত প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সারাদেশে একের পর এক সংখ্যালঘু সম্প্রদায়ের হামলা হচ্ছে কিন্তু কোনো ঘটনার সুষ্ঠু বিচার আজও হয়নি। আমরা আজকের এই মানববন্ধন থেকে এসব ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি এবং এর সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। এসময় বক্তারা দেশের সকল সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি অব্যাহত রাখার আহবান জানান।

মানববন্ধনে রাজশাহী বিশ^বিদ্যালয়ে অধ্যায়নরত সংখ্যালঘু প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, রাবি/ ১৫-১০-১৫