বেতনস্কেল ঘোষণাসহ ৪ দফা দাবিতে গ্রাম পুলিশদের মানববন্ধন
গ্রাম পুলিশের ৪র্থ শ্রেণীর কর্মচারীর ন্যায় বেতনস্কেল ঘোষণাসহ ৪ দফা দাবিতে বৃহস্পতিবার মানববন্ধন করেছে গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন জেলা শাখার উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের উপদেষ্টা শামসুজ্জামান, গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক নজরুল ইসলাম।
মানববন্ধন বক্তারা বলেন, সারাদেশে গ্রাম পুলিশরা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ভুমিকা রাখছে কিন্তু তাদের বেতন-ভাতার পরিমান এতই নগন্য যে, পরিবারের খরচ বহন করতে পারছে না। ছেলে-মেয়েদের লেখাপড়ার খরচ জোগাতে পারছেনা। অনেকটায় মানবেতর জীবন যাপন করছে। তাই গ্রাম পুলিশদের বেতন-ভাতার ব্যবস্থাসহ অন্যান্য দাবি বাস্তবায়নের জোর দাবি জানান।
দাবিগুলো হলো, গ্রাম পুলিশের ৪র্থ শ্রেণীর কর্মচারীর ন্যায় বেতনস্কেল ঘোষণা এবং বাস্তবায়ন, অবসরকালিন ভাতা প্রদান, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের ন্যায় রেশনিং এর ব্যবস্থা গ্রহণ এবং ২০১৩ সনে প্রণীত গ্রাম পুলিশ বাহিনীর খসড়া বিধিমালা কার্যকর করা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫-১০-১৫
সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন জেলা শাখার উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের উপদেষ্টা শামসুজ্জামান, গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক নজরুল ইসলাম।
মানববন্ধন বক্তারা বলেন, সারাদেশে গ্রাম পুলিশরা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ভুমিকা রাখছে কিন্তু তাদের বেতন-ভাতার পরিমান এতই নগন্য যে, পরিবারের খরচ বহন করতে পারছে না। ছেলে-মেয়েদের লেখাপড়ার খরচ জোগাতে পারছেনা। অনেকটায় মানবেতর জীবন যাপন করছে। তাই গ্রাম পুলিশদের বেতন-ভাতার ব্যবস্থাসহ অন্যান্য দাবি বাস্তবায়নের জোর দাবি জানান।
দাবিগুলো হলো, গ্রাম পুলিশের ৪র্থ শ্রেণীর কর্মচারীর ন্যায় বেতনস্কেল ঘোষণা এবং বাস্তবায়ন, অবসরকালিন ভাতা প্রদান, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের ন্যায় রেশনিং এর ব্যবস্থা গ্রহণ এবং ২০১৩ সনে প্রণীত গ্রাম পুলিশ বাহিনীর খসড়া বিধিমালা কার্যকর করা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫-১০-১৫