ফতেপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ফতেপুর সীমান্তে বুধবার দিবাগত রাতে আনোয়ার হোসেন (২৫) নামের বাংলাদেশী যুবক বিএসএফ’র গুলিতে নিহত হয়েছে। নিহত আনোয়ার হোসেনের বাড়ি শিবগঞ্জ উপজেলার গাইপাড়া গ্রামে। সে সেন্টু মিয়ার ছেলে।
বিজিবি ও স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১০টার দিকে ফতেপুর সীমান্তের মেইন পিলার ১০/২ এর সাব পিলারের পাশ দিয়ে আনোয়ারসহ কয়েকজন ভারতের ভেতরে ঢুকে পড়ে। এসময় ভারতের ঠাকুরবাড়ী বিএসএফ ক্যাম্পের সদস্যরা গুলি চালায়। এতে আনোয়ার হোসেন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় গাইপাড়া গ্রামের শরিফুল নামের আরো এক বাংলাদেশী আহত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জস্থ বিজিবি’র ৯ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল আলম বলেন, ‘রাতের বেলায় মাদক আনার জন্য আনোয়ার অবৈধভাবে ভারতে ঢুকেছিল। সীমান্ত থেকে প্রায় দু’ কিলোমিটার ভারতীয় অংশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুর ২টায় বিজিবি ও বিএসএফ’র কোম্পানী কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে বিএসএফ আনোয়ারকে গুলি করে হত্যার কথা স্বীকার করেছে’। তিনি বলেন, ‘ নিহত আনোয়ারের লাশ ময়না তদন্তের পর ফেরত দেয়ার কথা জানিয়েছে বিএসএফ’।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৮-১০-১৫
বিজিবি ও স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১০টার দিকে ফতেপুর সীমান্তের মেইন পিলার ১০/২ এর সাব পিলারের পাশ দিয়ে আনোয়ারসহ কয়েকজন ভারতের ভেতরে ঢুকে পড়ে। এসময় ভারতের ঠাকুরবাড়ী বিএসএফ ক্যাম্পের সদস্যরা গুলি চালায়। এতে আনোয়ার হোসেন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় গাইপাড়া গ্রামের শরিফুল নামের আরো এক বাংলাদেশী আহত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জস্থ বিজিবি’র ৯ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল আলম বলেন, ‘রাতের বেলায় মাদক আনার জন্য আনোয়ার অবৈধভাবে ভারতে ঢুকেছিল। সীমান্ত থেকে প্রায় দু’ কিলোমিটার ভারতীয় অংশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুর ২টায় বিজিবি ও বিএসএফ’র কোম্পানী কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে বিএসএফ আনোয়ারকে গুলি করে হত্যার কথা স্বীকার করেছে’। তিনি বলেন, ‘ নিহত আনোয়ারের লাশ ময়না তদন্তের পর ফেরত দেয়ার কথা জানিয়েছে বিএসএফ’।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৮-১০-১৫