নাচোলে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী বিশ্বহরী খেলা
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড খেসবা গ্রামের চন্দ্রশাখা উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী বিশ্বহরী খেলা। খেসবা গ্রামের চৌকিদার সুনীলের উদ্যোগে শুক্রবার বিকেলে এ ঐতিহ্যবাহী খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন, খেসবা আওয়ামীলীগের ১নং ওয়ার্ড সভাপতি ইসমাইল হোসেন সাহেব, সেক্রেটারি মাহাতাব উদ্দিন, যুবলীগের সেক্রেটারি আব্দুল মান্নান। এসময় উপস্থিত ছিলেন নাচোল প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক জোহরুল ইসলাম, সদস্য নাসিমসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ।
ঐতিহ্যবাহী এ খেলায় উপজেলার খেসবা মান্নান স্কুল দল, খেসবা সাদিকুল ইসলাম দল, সূর্য পুর দল,পন্ডিত পুর বড় দল, পন্ডিত পুর ছোট দল এবং দেওপাড়া দলসহ মোট ছয় টি দল খেলায় অংশ গ্রহণ করেন। খেসবা সাদিকুল ইসলামের দল মোট ৮ পয়েন্ট এবং খেসবা মান্নান স্কুল দল ৭,পন্ডিত পুর বড় দল ৫,পন্ডিত পুর ছোট দল ২পয়েন্ট পান।খেসবা সাদিকুল ইসলামের দল মোট আট পয়েন্ট পেয়ে প্রধান অতিথির কাছে থেকে প্রথম পুরস্কার বড় কাপ গ্রহণ করেন । এ ঐতিহ্যবাহী বিশ্বহরী খেলা মনোষা পূজা কে কেন্দ্র করে প্রতিবছর অনুষ্ঠিত হয় বলে চৌকিদার সুনীল জানান ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক,নাচোল/ ০৯-১০-১৫
ঐতিহ্যবাহী এ খেলায় উপজেলার খেসবা মান্নান স্কুল দল, খেসবা সাদিকুল ইসলাম দল, সূর্য পুর দল,পন্ডিত পুর বড় দল, পন্ডিত পুর ছোট দল এবং দেওপাড়া দলসহ মোট ছয় টি দল খেলায় অংশ গ্রহণ করেন। খেসবা সাদিকুল ইসলামের দল মোট ৮ পয়েন্ট এবং খেসবা মান্নান স্কুল দল ৭,পন্ডিত পুর বড় দল ৫,পন্ডিত পুর ছোট দল ২পয়েন্ট পান।খেসবা সাদিকুল ইসলামের দল মোট আট পয়েন্ট পেয়ে প্রধান অতিথির কাছে থেকে প্রথম পুরস্কার বড় কাপ গ্রহণ করেন । এ ঐতিহ্যবাহী বিশ্বহরী খেলা মনোষা পূজা কে কেন্দ্র করে প্রতিবছর অনুষ্ঠিত হয় বলে চৌকিদার সুনীল জানান ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক,নাচোল/ ০৯-১০-১৫