শিবগঞ্জে আওয়ামীলীগের মেয়র প্রার্থী নির্ধরণকে ঘিরে সংঘর্ষ > রাজিনকে প্রার্থী ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী বাছাইকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে আওয়ামীলীগের দু’প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ৩ জন আহত হয়। পরে, শিবগঞ্জ পৌর আ’লীগের সাধারণ সম্পাদক কারিবুল হক রাজিন একক প্রার্থী হিসেবে ঘোষণা দেয়া হয়। তবে, অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী পৌর আওয়ামীলীগের সভাপতি আতিকুল ইসলাম টুটুল খাঁন সভাস্থল বর্জন করে চলে যান।
জানা গেছে, আসন্ন শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী বাছাই করার জন্য বৃহস্পতিবার কানসাট ইউনিয়নের পুকুরিয়াস্থ শেখ রাসেল মিলনায়তনে শিবগঞ্জ পৌর আ’লীগের তৃণমূল পর্যায়ের নেতকর্মীদের এক সভা ছিল। সকাল থেকেই নেতাকর্মীরা সভাস্থলে সমবেত হতে থাকে। দুপুর ১২টার সময় দলীয় মনোনয়ন প্রত্যাশী পৌর আ’লীগের সভাপতি আতিকুল ইসলাম টুটুল খাঁনের সমর্থকরা সভাস্থলে উপস্থিত হলে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি, ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং সংঘর্ষ শুরু হয়। এসময় ইটের আঘাতে শিবগঞ্জ পৌর এলাকার খানপাড়া মহল্লার মৃত সাত্তার খাঁনের ছেলে আ’লীগ কর্মী ফুটন খাঁন, একই এলাকার কাওসার খাঁনের ছেলে চুটু খাঁন ও কেতাব আহত হয়। আহত ৩জন শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে বলে জানান জরুরী বিভাগের চিকিৎসক।
এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এমএম ময়নুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে, বেলা ১টার সময় শিবগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি ও সংসদ সদস্য মু. গোলাম রাব্বানী সভাস্থলে উপস্থিত হয়ে সভা ‘নিয়ন্ত্রণে’ আনেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আতাউর রহমান, জেলা আ’লীগের সহ-সভাপতি অধ্যক্ষ রুহুল আমিন, শিবগঞ্জ পৌর আ’লীগের সাবেক সহ-সভাপতি আতাউর রহমান, আ’লীগ নেতা হারুন-অর-রশিদ মান্টু, আজমল হক বাদশা, আব্দুর রহমান এডু প্রমুখ।
সভা শেষে ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী শিবগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কারিবুল হক রাজিন একক প্রার্থী হিসেবে সমর্থন দেয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৮-১০-১৫

,