ভোলাহাটে মাদকাসক্ত ছেলেকে পুলিশে তুলে দিল বাবা

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদকাসক্ত ছেলে পুলিশের কাছে সোপার্দ করেছে অতিষ্ঠ পিতা। বুধবার ছেলেকে পুলিশে সোপার্দ করা হলেও ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার তাকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে। দন্ডপ্রাপ্ত ব্যক্তি হচ্ছে, ভোলাহাট উপজেলার বাহাদুরগঞ্জ বাজার এলাকার আব্দুল কুদ্দুস মাষ্টারের ছেলে কবির হোসেন (২২)।
পুলিশ জানায়,  কবির হোসেন (২২) দীর্ঘদিন ধরে বিভিন্ন মাদকদ্রব্য সেবন করে আসছিল এবং পরিবারে অশান্তি সৃষ্টি করে। অবশেষে কুদ্দুস মাষ্টার বুধবার গাঁজাসহ কবিরকে থানায় সোপর্দ করে। পরের দিন বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে হাজির করে। ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বে নিয়োজিত নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত মোঃ রফিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিনাশ্রম ৬ মাসের সাজা প্রদান করে জেল-হাজতে প্রেরন করে।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ০৮-১০-১৫

,