সাহানী সম্প্রদায়ের মানুষের পূণর্বাসনের দাবিতে আমনুরায় সমাবেশ

আদিবাসী সাহানী সম্প্রদায়ের মানুষদের পূণর্বাসনের দাবিতে বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউপির আমনূরা কদমতলায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ যুব মৈত্রী চাঁপাইনবাবগঞ্জ শাখা এ সমাবেশের আয়োজন করে।
যুব মৈত্রী চাঁপাইনবাবগঞ্জ শাখার আহ্বায়ক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, যুব মৈত্রীর কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মনির উদ্দিন, জাতীয় আদিবাসী পরিষদের নেতা কর্ণেল মার্ডি, প্রদিপ এককা, কুটিলা রাজোয়ার, বিপুল মুরমু প্রমূখ।
বক্তারা বলেন, বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনের জন্য আমনূরা সাহানী পাড়া থেকে প্রায় ১০০ পরিবার সাহানী সম্প্রদায়ের মানুষকে পূণর্বাসন না করেই উচ্ছেদ করা হচ্ছে। অথচ এসব দরিদ্র খেটে খাওয়া মানুষেরা কয়েক পুরুষ থেকে এখানে বসবাস করে আসছে। এদের পূণর্বাসন না করে উচ্ছেদ করাটা হবে চরম অমানবিক কাজ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৮-১০-১৫

,