রেল স্টেশনে ফুট ওভার ব্রীজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনে ফুট ওভার ব্রীজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন প্লাটফর্মে ফুট ওভার ব্রীজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন সংসদ সদস্য আবদুল ওদুদ। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেলওয়ে পাকশি বিভাগের সহকারি প্রকৌশলী (সেতু )মোঃ হেলাল উদ্দিন স্টেশন মাস্টার মনিরুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জ বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আতিকুল ইসলাম, নারায়নপুর ইউপি চেয়ারম্যান আলমগীর কবির আলম, আওয়ামীলীগ নেতা আবদুস সামাদসহ আওয়ামীলীগ ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ। রেলওয়ে পাকশি বিভাগের সহকারি প্রকৌশলী (সেতু) হেলাল উদ্দিন জানান, আমরা অল্পদিনের মধ্যে এই ফুট ওভার ব্রীজের কাজ শুরু করবো। আশা করছি আমরা আগামী তিন মাসের মধ্যেই এই ফুট ওভার ব্রীজের কাজ শেষ হবে। এর জন্য ব্যয় হবে ৩০ লক্ষ ৭২ হাজার টাকা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৮-১০-১৫
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৮-১০-১৫