ভোলাহাট থেকে ভারতীয় মদ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে দহিলা মাঠ থেকে ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
নওগাঁস্থ ৪৩ ব্যাটালিয়নের চাঁনশিকারী বিজিবি কোম্পানী কমান্ডার সুবেদার আফতাব উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে চামুশা ক্যাম্পের টহল দল নায়েক আমিরুল ইসলাম এর নেতৃত্বে দহিলা মাঠে অভিযান চালিয়ে ভারতীয় ১০ বোতল মদ উদ্ধার করে। অন্যদিকে ১০ বোতল হিমালায়ন গোল্ড মদ উদ্ধার করেন বিজিবি।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহল করা হয়েছে বলে জানানো হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ০৮-১০-১৫
নওগাঁস্থ ৪৩ ব্যাটালিয়নের চাঁনশিকারী বিজিবি কোম্পানী কমান্ডার সুবেদার আফতাব উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে চামুশা ক্যাম্পের টহল দল নায়েক আমিরুল ইসলাম এর নেতৃত্বে দহিলা মাঠে অভিযান চালিয়ে ভারতীয় ১০ বোতল মদ উদ্ধার করে। অন্যদিকে ১০ বোতল হিমালায়ন গোল্ড মদ উদ্ধার করেন বিজিবি।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহল করা হয়েছে বলে জানানো হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ০৮-১০-১৫