গোদাগাড়ির সাফিনা পার্ক থেকে ১১ শ পিস ইয়াবাসহ ২ জন আটক
রাজশাহীর গোদাগাড়ি উপজেলার সাফিনা পার্ক এলাকা থেকে শুক্রবার র্যাব ১০৮৫ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে, গোদাগাড়ির সুলতানগঞ্জ জাহানাবাদ গ্রামের লুৎফর রহমানের ছেলে আব্দুর রহিম (৩৮) ও একই উপজেলার দিগ্রাম গ্রামের হাবিবুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম ওরফে মমিন।
র্যাব জানায়, র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কমান্ডার অলক বিশ্বাসের নেতৃত্বে একটি অপারেশন দল নিয়মিত টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে দিগ্রাম ঘুন্টি গ্রামস্থ সাফিনা পার্ক এলাকায় অভিযান চালায়। এ সময় ১০৮৫ পিস ইয়াবা, ১টি মটর সাইকেল ও ১টি মোবাইল ফোনসহ রহিম ও মমিনকে হাতেনাতে আটক করে।
আটক ইয়াবার মূল্য সাড়ে তিন লাখ টাকা বলা হয়েছে।
র্যাব জানায়, আটক হওয়ারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬-১০-১৫
র্যাব জানায়, র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কমান্ডার অলক বিশ্বাসের নেতৃত্বে একটি অপারেশন দল নিয়মিত টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে দিগ্রাম ঘুন্টি গ্রামস্থ সাফিনা পার্ক এলাকায় অভিযান চালায়। এ সময় ১০৮৫ পিস ইয়াবা, ১টি মটর সাইকেল ও ১টি মোবাইল ফোনসহ রহিম ও মমিনকে হাতেনাতে আটক করে।
আটক ইয়াবার মূল্য সাড়ে তিন লাখ টাকা বলা হয়েছে।
র্যাব জানায়, আটক হওয়ারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬-১০-১৫