ভোলাহাটে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

‘কন্যা শিশুর নিরাপদ পরিবেশ সমৃদ্ধ করবে আগামীর বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাটে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে  একই স্থানে আলোচনা সভা মিলিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত মোঃ রফিক এর  সভাপতিত্বে বক্তব্য রাথেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরশ রেখা, মহিলা বিষয়ক কর্মকর্তা বরুণ কুমার পাল, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, সমাজ সেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, সমাবায় কর্মকর্তা আলাউদ্দিন পরামাণিক, মহিলা বিষয়ক কমৃচারী আঞ্জুমানারা পারভিনসহ অন্যরা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ১২-১০-১৫ 

,