দাদনচক থেকে তিন লাখ ভারতীয় জাল রূপীসহ ২জন আটক

চাঁপাইনবাগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাদনচক এইচএম উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র‌্যাব রোববার রাতে তিন লাখ ভারতীয় জাল রূপীসহ ২ জনকে আটক করেছে। আটক হওয়ার হচ্ছে, শিবগঞ্জের রাঘববাটি গ্রামের নুরতাজ আলীর ছেলে মঈন উদ্দীন (২৩) ও মনাকষা সোনাপাড়া গ্রামের হাসান আলীর ছেলে হেলাল উদ্দীন (২০)।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত পৌনে আটটার দিকে র‌্যাব-৫ এর একটি দল এইচএম উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে অভিযান চালায়। এ সময় মঈন ও হেলালকে তিন লাখ ভারতীয় জাল রূপীসহ হাতেনাতে আটক করা হয়।
র‌্যাব-৫ চাঁপাইনবাগঞ্জ ক্যাম্প কমান্ডার অলক বিশ্বাস জানান, তাদের কাছে তিন শ টি ১০০০ রূপীর নোট, একটি মটর সাইকেল, দুটি সেলফোন ও নগদ পাঁচ হাজার দু’ শ টাকা পাওয়া যায়।
র‌্যাবের দাবি, তারা দীর্ঘদিন ধরে জাল রূপী ব্যবসার সঙ্গে জড়িত।
এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।

চাঁপাইনবাবঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদ/ ১১-১০-১৫

,