শিবগঞ্জে তেলকুপি মাঠ এলাকা থেকে ফিন্সিডিল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার তেলকুপি মাঠ এলাকা থেকে ২৫ বোতল ফিন্সিডিল উদ্ধার করেছে বিজিবি।
এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
চাঁপাইনবাবগঞ্জ ৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মিন্নাত আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর ৫টার দিকে তেলকুপি বিওপির একটি টহল দল হাবিলদার  সিরাজ উদ্দিন এর নেতৃত্বে শিবগঞ্জ উপজেলার তেলকুপি মাঠ এলাকায় অভিযান চালিয়ে ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে । উদ্ধারকৃত ফেন্সিডিল এর মূল্য ১০ হাজার টাকা । উদ্ধারকৃত ফেন্সিডিল চাঁপাইনবাবগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হবে বলে জানান।  

তিনি আরো জানান,চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহানন্দা ব্রীজ থেকে একটি যাত্রীবাহী বাস তল্লাশী করে ১৩৬ বোতল ফিন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। চাঁপাইনবাবগঞ্জ ৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের একটি টহল দল হাবিলদার রফিকুল ইসলাম এর নেতৃত্বে মহানন্দা ব্রীজে পাঁকা রাস্তার উপর হানিফ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৩৮৪১) তল্লাশী করে ১৩৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য ৫৪ হাজার ৪শ’ টাকা। উদ্ধারকৃত ফেন্সিডিল চাঁপাইনবাবগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫-০১০-১৫

,