ভোলাহাটে আইন শৃংখলা কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন-শৃংখলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল উপজেলা পরিষদ মিলনায়তন  উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত মোঃ রফিকের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ডাঃ লোকমান আলী, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা, অফিসার ইনচার্জ (তদন্ত) মোজাহারুল ইসলাম, বিজিবি চাঁনশিকারী ক্যাম্প কমান্ডার সুবেদার আফতাব উদ্দিন, ইউপি চেয়ারম্যানগণ-আলহাজ্ব ইয়াজদানী জর্জ, আলাউদ্দিন আলী, আলহাজ্ব মাজহারুল ইসলাম পুতুল ও জগলুল হক, উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ পিয়ারজাহান, নয়া উপজেলা স্বাস্থ্য ও প:প: অফিসার রাজেস রাম আগরওয়ালা, উপজেলা ইঞ্জিনিয়ার মুঞ্জুর-এ মওলা, কৃষি অফিসার, প্রাথমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, আরডিও হাবিবুর রহমান, প্রধান শিক্ষক মোস্তারী বেগম, সহকারী শিক্ষিকা হোসনে আরা পাখি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এস.আই শরীফ, উপজেলা সিএ আব্দুল ওয়াহাব, শামিম রেজা।
 সভায় বক্তারা বলেন, এ উপজেলায় আইন-শৃংখলা পরিস্থিতির স্বাভাবিক থাকলেও কিছু কিছু বিষয়-মাদকদ্রব্য, বাল্যবিবাহ, বিভিন্ন এলাকায় কেরামবোর্ড খেলা বন্ধের জন্য উপস্থিত আলোচনা সভায় সকলের সহযোগিতা এবং এগুলি কঠোর হাতে দমনের জন্য আহবান জানান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ২৫-১০-১৫

,