প্রকৃচি বিসিএস সমন্বয় কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পেশাভিত্তিক জনপ্রশাসন গড়ে তোলা, বেতন স্কেলে সিলেকশান গ্রেড ও টাইম স্কেল পূর্ণবহালসহ বিভিন্ন দাবিতে চাঁপাইনবাবগঞ্জে প্রকৌশলী, কৃষিবিদ, চিকিৎসক (প্রকৃচি) বিসিএস সমন্বয় কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে সিভিল সার্জন অফিস সম্মেলন কক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়ার সভাপতিত্বে প্রস্তুতি সভায় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল ইসলাম, বিএমএ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. আব্দুস সালাম, সাধারণ সম্পাদক ডা. গোলাম রব্বানী, জেলা শিক্ষা অফিসার মুখলেসুর রহমান আকন্দ, লাক্ষা গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুখলেসুর রহমান, ড. হামিম রেজা, ড. শামসাই তাবরিজ, মৎস্য কর্মকর্তা একরামূল হক, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মমতাজ মহল, আব্দুল মান্নান, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ওবাইদুল হক, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের প্রভাষক সাদিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় আগামী ২৮ অক্টোবর মানববন্ধন কর্মসুচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় বিএমএ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. আব্দুস সালামকে আহবায়ক, প্রফেসর সুলতানা রাজিয়া, প্রফেসর ড. নজরুল ইসলাম, ড. হামিম রেজা, ড. শামসাই তাবরিজ, আব্দুল মান্নানকে যুগ্ন আহবায়ক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬-১০-১৫