শিবগঞ্জের পাগলায় ডুবেছে একজন > ডুবরিদের ৬ঘন্টার উদ্ধার অভিযানেও সন্ধান পাওয়া যায়নি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার খর¯্রােতা পাগলা নদীর পাড় হতে গিয়ে মুকুল হোসেন (৫০) নামের এক ব্যক্তি ডুবে গেছে। ডুবে যাওয়া মুকুলের বাড়ি শিবগঞ্জের কমলাকান্তপুর গ্রামে। সে বজলুর রহমানের ছেলে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রগুলো জানায়, বেলা ১২টার দিকে মুকুল লোহার একটি বড় কড়াইতে চড়ে পাগলা নদী পার হচিছল। এ সময় হটাৎকরে কড়াই উল্টে সে নদীতে পড়ে যায় এবং তীব্র ¯্রােতে ডুবে যায়।
বিষয়টি স্থানীয় লোকজন শিবগঞ্জ ফারায় সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে ছুটে আসে।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারি উপ পরিচালক ওহিদুল ইসলাম বলেন, ‘ আমার খবর পেয়ে রাজশাহীর ৭ জন ডুবুরিসহ মোট ১১ জন কর্মী ৬ ঘন্টা ধরে উদ্ধারের চেষ্টা করি। কিন্তু কোনই সন্ধান পাইনি’। তিনি বলেন, পাগলা নদীই আসলেই পাগলা। তীব্র ¯্রােত। দু/তিন কিলোমিটার এলাকা থেকে খুজে দেখেছি। এখন লাশ ভেসে উঠায় ভরসা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২৮-১০-১৫

,