শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে আ.লীগের মেয়র প্রার্থীর মতবিনিময় সভা
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের সমর্থিত মেয়র প্রার্থী কারিবুল হক রাজিনের সাথে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শিবগঞ্জ ডাক বাংলো চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মেয়র প্রার্থী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কারিবুল হক রাজিন লিখিত বক্তব্যে বলেন, গত ৮ অক্টোবর সকালে পৌর আওয়ামীলীগের আয়োজনে পুখুরিয়ার শেখ রাসেল স্মৃতি মিলনায়তনে প্রধান অতিথি সংসদ সদস্য মোহা. গোলাম রাব্বানী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড. আতাউর রহমান, পৌরসভার ৯টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৪-৫ হাজার আওয়ামীলীগ নেতাকর্মীদের উপস্থিতিতে আমাকে সর্ব সম্মতিক্রমে আগামী পৌরসভা নির্বাচনে একক মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেন সংসদ সদস্য গোলাম রাব্বানী। শেখ রাসেল স্মৃতি মিলনায়তনে নেতাকর্মীদের উৎসবে পরিণত হয়েছে তখন হঠাৎ করে পৌর আওয়ামীলীগের সভাপতি ও মেয়র প্রার্থী আতিকুল ইসলাম টুটুল খান, আওয়ামীলীগ নেতা গোলাম কিবরিয়া তৃণমূল নেতাকর্মী সমর্থকদের ব্যাপক উপস্থিতি দেখে পরাজয়ের ভয়ে গোপনে ভূয়া ওজুহাত দেখিয়ে উক্ত সভা ত্যাগ করে। রাজিন বলেন, আমাকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা পর থেকেই তিনজন মেয়র প্রার্থী আমার বিরুদ্ধে যড়যন্ত্র শুরু করে যা অনাকাঙ্খিত, উদ্দেশ্য প্রনোদিত। আওয়ামীলীগের নেতাকর্মীসহ সর্ব স্তরের জনগণের আগামী পৌর নির্বাচনে সহযোগিতা কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শামসুর রহমান বাবু, যুবলীগ সভাপতি শফিকুল ইসলাম, সাবেক পৌর কাউন্সিলর জাইদুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি বেনজির আহম্মেদসহ পৌর ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১৬-১০-১৫
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১৬-১০-১৫