শিবগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শনিবার অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা।
ঈদকে সামনে রেখে শ্যামপুর চৌধুরীপাড়া আম বাগানে গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা পুরোনো ঐতিহ্যের এই লাঠি খেলার আয়োজন করা হয়। ঘন্টাব্যাপি অনুষ্ঠিত লাঠি খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন খেলার আয়োজক আতিকুল ইসলাম ডিউক। বাদ্যযন্ত্রের তালেতালে অনুষ্ঠিত এই খেলা উপভোগ করতে দূরদুরান্তের শত শত শিশু-কিশোর, নারী-পুরুষ জমায়েত হয় চৌধুরীপাড়া আম বাগানে। খেলায় মোট ১৬ জন খেলোয়াড় অংশ নেয়।
স্বাধীনতার পর থেকেই ঈদুল আজহা’র পরের দিন চৌধুরীপাড়ায় প্রয়াত জাহাঙ্গীর চৌধুরী লাঠি খেলার আয়োজন করে আসছিলেন। মাঝখানে কয়েক ধরে তা বন্ধ হয়ে  গেছিল। আয়োজকরা জানিয়েছেন, এ বছর থেকে আবারও তা শুরু করা হল।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/  নিজস্ব প্রতিবেদক/ ২৭-০৯-১৫

, ,