বেলেপুকুরে ঈদ মিলন মেলা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বেলেপুুকুর ফাউন্ডেশন আয়োজিত শাহ নেয়ামতুল্লাহ কলেজ মাঠে শনিবার ঈদ মিলন মেলা-২০১৫ অনুষ্ঠিত হয়। এতে সকালে প্রীতি ক্রিকেট খেলায় সজল একাদশ ৫ রানে ফরিদ একাদশ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। প্রথমে ব্যাট করতে নেমে সজল একাদ্বশ নির্ধারিত ৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ৫৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে সুইট ২০, ইদ্রিস ৬ রান করে। ফরিদ একাদ্বশের বোলার আলী ২ ওভার ১৪ রান ২টি, রিজন ২ ওভার ৫ রানে ১টি উইকেট লাভ করে। ৫৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ফরিদ একাদ্বশ ৭ ওভারে ৭ উইকেট হারিয়ে ৪৮ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে আব্দুল্লাহ ১৫, আলী ৭ রান করে। সজল একাদ্বশের বোলার ইদ্রিস ২ ওভার ৯ রানে ৩টি, সজল ১ ওভার ১ রানে ১টি উইকেট লাভ করে। এ খেলার ম্যান অব দ্যা ম্যাচ ইদ্রিস। বিকেলে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়- এতে মিজান একাদশ ও শামীম একাদশের মধ্যকার খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়। খেলা শেষে পুরষ্কার বিতরণ করেন- শাহনেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম। এসময় ফাউন্ডেশনের উপদেষ্টা লুৎফর রহমান ফিরোজ, শামসুর হক গানু হাজি, সভাপতি মনিরুল ইসলাম, সম্পাদক মিজানুর রহমান কুটু, আব্দুর রউফ, ৩নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম রবি, দেলোয়ার হোসেন, সোহের পারভেজ রাকিব, আব্দুল্লাহ সাফিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ২৭-০৯-১৫