গোয়ালডুবি এলাকা থেকে বিদেশী মদ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোয়ালডুবি  এলাকা থেকে বিদেশী মদ উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
চাঁপাইনবাবগঞ্জ ৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের  অতিরিক্ত পরিচালক নাজমুল আলম জানান,  গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে বাকের আলী বিওপির একটি টহল দল সুবেদার লুৎফর রহমান এর নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোয়ালডুবি  এলাকায় অভিযান পরিচালনা করে ১০ বোতল বিদেশী মদ উদ্ধার করে। উদ্ধারকৃত বিদেশী মদ চাঁপাইনবাবগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।

অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জহুরপুর এলাকা থেকে চকলেট বোম্ব বিড়ির পাতা ও সুকা  উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বিজিবি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে জহুরপুরটেক বিওপির একটি টহল দল নায়ক সুবেদার মোকসেদ আলী এর নেতৃতে সদর উপজেলার জহুরপুর এলাকায় অভিযান চালিয়ে চকলেট বোম্ব ২৯৯ প্যাকেট, বিড়ির পাতা ১৩ কেজি এবং বিড়ির সুকা-১১ কেজি উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৫০ হাজার ২৮০ টাকা। উদ্ধারকৃত মালামাল চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা  হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭-০৯-১৫