হৃদয়ে ভোলাহাট পত্রিকা উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাটের সবার কথা তুলে ধরতে সাপ্তাহিক পত্রিকার হৃদয়ে ভোলাহাট পত্রিকার উদ্বোধন করা হয়েছে।
 রোবিবার  উপজেলার মেডিকেল মোড়ে পত্রিকার বিভাগীয় সম্পাদক গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উদ্বোধক ও প্রধান আলোচক হৃদয়ে ভোলাহাট পত্রিকার প্রধান সম্পাদক আসাদুজ্জামান, ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত মোঃ রফিক, সাদা মনের মানুষ জিয়াউল হক জিয়া, হৃদয়ে ভোহালাহটের পৃষ্ঠপোষক সাইফুল আহমেদ বিশ্বাস, ভোলাহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াজদানী জর্জ, গোহালবাড়ী ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন, জামবাড়ীয়া ইউপি চেয়ারম্যান জগলুল হক ও দলদলী প্যানেল চেয়ারম্যান অব্দুল বারী।
অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, তথ্য অধিদপ্তরের জাতীয় গণমাধ্যম বিভাগের সহকারী পরিচালক আব্দুস সালাম ও গোমস্তাপুর আওয়ামী যুলীগের আহবায়ক রাশিদুল ইসলামসহ অন্যরা। অনুষ্ঠান সঞ্চালন করেন সাংবাদিক সুমন । এ সময় অতিথিগণ হৃদয়ে ধারণ করে ভোলাহাটের সকল পেশাজীবির মনের কথা বলবে এমন আশাবাদ ব্যক্ত করেন ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ২৭-০৯-১৫

,