এমপি ওদুদের মামলায় জামিন পেলেন কালের কণ্ঠের সাংবাদিক

চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওদুদের দায়ের করা মানহানির মামলায় সোমবার আদালতে হাজির হয়ে জামিন পেয়েছেন কালের কণ্ঠের রাজশাহী অফিসের ব্যুরো প্রধান রফিকুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুয়েল অধিকারীর আদালতে আত্মসমার্পণ করলে আদালত তার জামিন মঞ্জুর করেন। আদালত আগামী ১২ ডিসেম্বর মামলার পরবর্তী দিন ধার্য করে সেদিন কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন ও প্রকাশক ময়নাল হোসেন চৌধুরীকে উপস্থিত হওয়ার জন্য সমন জারি করেন।
গত ৫ আগষ্ট কালের কণ্ঠের প্রথম পাতায় ‘শোকের মাসে এমপির ফুর্তি সমাহার’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অভিযোগ এনে চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আবদুল ওদুদ গত ১১ আগস্ট কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী ও সংশ্লিষ্ট প্রতিবেদক রফিকুল ইসলামকে আসামি করে মামলাটি দায়ের করেন।  সোমবার মামলার ধার্য দিনে কালের কণ্ঠের রাজশাহী অফিসের ব্যুরো
প্রধান রফিকুল ইসলাম আদালতে হাজির হন। কিন্তু মামলার বাদী এমপি ওদুদ আদালতে উপস্থিত ছিলেননা। এসময় বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আজমাল হোসেন আজু আদালতে বাদীর উপস্থিতির জন্য সময় প্রার্থনা করেন। অন্যদিকে আসামীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম কবীর কালের কণ্ঠের সাংবাদিক রফিকুল ইসলামের জামিন মঞ্জুরের আবেদন করলে সিনিয়র  জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট জুয়েল অধিকারী তার জামিন মঞ্জুর করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-০৯-১৫