প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে ছাত্রলীগের বর্ণাঢ্য র‌্যালি > গোমস্তাপুর ও ভোলাহাটে দোয়া মাহফিল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৯ তম জন্মদিন উপলক্ষে চাঁপাইবাবগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা করেছে ছাত্রলীগ।
সকালে শহরের শহীদ সাটু হল মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি কলেজ মোড়ের মুজিব চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, সাবেক সভাপতি ফাইজার রহমান কনক, সাবেক ছাত্রনেতা সামিউল হক লিটন, জেলা ছাত্রলীগের সভাপতি সাকিউল ইসলাম সাকিল, সাধারণ সম্পাদক আরিফুর রেজা ইমন।
বক্তারা প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। শেখ হাসিনার নেতৃত্বে সুখি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার কাজে ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে কাজ করার আহবান জানানো হয়।
পরে জন্মদিনের কেক কাটা হয়।

এদিকে আমাদের গোমস্তাপুর সংবাদদাতা জানান, আওয়ামী তরুন প্রযন্মলীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যেগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৯ তম জন্মদিন পালন করা হয় । সোমবার এ উপলক্ষে রহনপুর বেগম কাচারি প্রাঙ্গনে জন্মদিনের কেক কাটাঁ এবং সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক আব্দুল হান্নান, যুগ্ন আহ্বায়ক আবু সুফিয়ান, সদস্য সচিব তরিকুল ইসলাম, সদস্য শহিদ্জ্জুামান আনসারী, ইকবাল, জাহাঙ্গীর প্রমূখ।
সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। একই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৯ তম জন্মদিন পালন করেছে  উপজেলা আওয়ামীলীগ। এ উপলক্ষে সোমবার রাত ৯ টায় গোমস্তাপুর উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজাহান আনসারী মামলতের সভাপতিত্বে  আয়োজিত জন্মদিনে কেট কাটেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস । এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহিলা আওয়ালীগের সভান্ত্রেী মর্জিনা পারভিন, রহনপুর পৌরসভার মেয়র গোলাম রাব্বানী বিশ্বাস, রহনপুর পৌর আওয়ামীলীগ সভাপতি আব্দুল আজিজ, সহসভাপতি হারুন বিশ্বাস, যুবলীগ নেতা রাসেদুল ইসলাম ও সেরাজুল ইসলাম টাইগার প্রমূখ। পরে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।

অন্যদিকে আমাদের ভোলাহাট প্রতিবেদক জানান, ভোলাহাট উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সোমবার বিকেলে উপজেলার মেডিকেল মোড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৯তম জন্ম দিন পালিত হয়েছে।
এ উপলক্ষে কেক কাটা এবং বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আব্দুল খালেক, উপজেলা আলীগ সিনিয়ার সহ-সভাপতি ইয়াসিন আলী শাহ, সাধারণ সম্পাদক ডাঃ আশরাফুল হক চুনু, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল আহমেদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন বাবু. সাবেক যুগ্ম সম্পাদক আফরাজুল হক বাবু, একরামুল হক, দপ্তর সম্পাদক মতিউর রহমান তারা, সদস্য রফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-০৯-১৫

, ,