ভোলাহাটে মাদকের বিরুদ্ধে সচেতনতা মূলক বিতর্ক প্রতিযোগিতা

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অরাজনৈতিক প্রতিষ্ঠান আম্রকানন ভোলাহাট’র আয়োজনে মাদকের বিরুদ্ধে স্থানীয় জনসাধারণদের সচেতনতা মূলক বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
আম্রকানন ভোলাহাট’র প্রতিষ্ঠাতা আহবায়ক তারেক রহমান হৃদয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা, অফিসার ইনচার্জ(তদন্ত) মোজাহারুল ইসলাম, ইউপি চেয়ারম্যানগণ-আলহাজ্ব ইয়াজদানী জর্জ, আলাউদ্দিন আলী, আব্দুল বারী, জগলুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার আমিনুল হক, সাংগঠনিক সম্পাদক নাজমুল  হোসাইন বাবু, উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, প্রকল্প বাস্তায়ন কর্মকর্তা মাসুদুর রহমান, সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, স্টুডেন্ট এ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি শাহাদাৎ হোসেন। আ¤্রকানন সহসভাপতি সহিদুল খান, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গৌরব আলী শাহ্, সদস্য অসিউজ্জামান, রবিউল ইসলাম, সাকিব মাহমুদ।
বিতর্ক প্রতিযোগিতায় স্পিকারের দায়িত্ব পালন করেন, রাবি’র পাঠক ফোরাম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শুভ। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, আধুনিক’র সাবেক সভাপতি টিপু সুলতান ও প্রধান শিক্ষক জাহাঙ্গীর রেজা। অনুষ্ঠানের সার্বিক নির্দেশনায় ছিলেন, সাংবাদিক বিএম রুবেল আহমেদ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ২৮-০৯-১৫ 

,