শিবগঞ্জ নাচোলে ও ভোলাহাট তিন দিন ব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে তিন দিন ব্যাপি উন্নয়ন মেলা উদ্বোধন করা হয়েছে ।
উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত ) ও  সহকারী কমিশনার ভূমি সরকার অশিম কুমারের সভাপতিত্বে সোমবার বিকালে  উপজেলা পরিষদের চত্বরে উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করেন সাংসদ  সদস্য গোলাম মোস্তাফা বিশ্বাস । এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পৌর মেয়র আব্দুল মালেক চেšধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মুজিবুর রহমান , উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান  প্রতিমা রানী, ,নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ) ফাসির উদ্দিন , আওয়ামীলীগ নেতা আবু রেজা মোস্তাফা কামাল (শামীম), কসবা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম ,সাবেক ছাত্রলীগ নেতা কাবুল , নাচোল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জোহরুল ইসলাম ,সদস্য নাসিম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ।
উন্নয়ন মেলায় উপজেলা পরিষদের বিভিন্ন ব্যানারে মোট ২৫টি স্টল পরিদর্শন শেষে জাতীয় সাংসদ গোলাম মোস্তাফা বিশ্বাসের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন সহকারী কমিশনার ভূমি সরকার  অসীম কুমার।

ভোলাহাটে
এদিকে আমাদের ভোলাহাট প্রতিবেদক জানান, চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাটে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মেলা  উদ্বোধন করেন  সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস । উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত মোঃ রফিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার আমিনুল হক, সেক্রেটারী ডাঃ আশরাফুল হক চুনু, জেলা আলী সহসভাপতি আব্দুল খালেক, উপজেলা আওয়ামীলীগের সিনিয়ার সহসভাপতি ইয়াসিন আলী শাহ, কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, গোহালবাড়ী ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, উপজেলা  আওয়ামীলীগের  সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন বাবুসহ অন্যরা। এ সময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ডাঃ লোকমান আলী ও রেশমাতুল আরশ রেখা উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ত প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। উদ্বোধন শেষে মেলায় উপজেলার বিভিন্ন দপ্তরের ১৮টি স্টল  পরিদর্শন করেন সংসদ সদস্য।
শিবগঞ্জ
অন্যদিকে আমাদের শিবগঞ্জ প্রতিবেদক জানান, চাঁপাইবাবগঞ্জের শিবগঞ্জে উন্নয়ন মেলা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি মডেল স্কুল প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
সভায় উপজেলার নির্বাহী অফিসার সৈয়দ ইরতিজা আহসানের সভাপতিত্বে উন্নয়ন মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য গোলাম রাব্বানী। এ সময়  বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক বাবু, পৌর সভাপতি টুটুল, সম্পাদক রাজিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বরুণ কুমার মন্ডলসহ প্রমূখ।






চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ, ভোলাহাট,নাচোল / ২৮-০৯-১৫




,