সরকারি মেডিক্যাল কলেজ স্থাপনের দাবিতে একাত্ম হলেন বিভিন্ন পেশার মানুষ > মেয়রের জমি প্রদানের ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জে একটি সরকারি মেডিক্যাল কলেজ ও ডেন্টার কলেজ স্থাপনের দাবিতে এক হয়ে কাজ করার অঙ্গিকার করেছেন চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। চাঁপাইনবাবগঞ্জে মেডিক্যাল কলেজ ও ডেন্টাল কলেজের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে আলোচকরা স্থানীয় সংসদ সদস্যকে সঙ্গে নিয়ে দাবি আদায়ে গঠনমূলক আন্দোলনে জেলার সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহবান জানান।
সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের শহীদ মনিমুল হক ভবনে চাঁপাইনবাবগঞ্জে সরকারি মেডিক্যাল কলেজ ও ডেন্টাল কলেজ স্থাপনের লক্ষে মতবিনিময় সভায় এ আহবান জানানো হয়।
চাঁপাইনবাবগঞ্জ অন্ধ কল্যাণ সমিতি আহবানে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য আব্দুল ওদুদ। সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান রুহুল আমীন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মাওলানা আব্দুল মতিন, অন্ধ কল্যাণ সমিতি’র সাধারণ সম্পাদক প্রকৌশলী একেএম খাদেমুল ইসলাম ফিকসন, চাঁপাইনবাবগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটি’র ভাইস চেয়ারম্যান মনিম-উদ-দৌলা চৌধুরী, ডা. আবু রাকিব, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. গোলাম রাব্বানী, সাবেক ছাত্রনেতা রফিক হাসান বাবলু, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড আব্দুস সামাদ বকুল, সাংবাদিক শহীদুল হুদা অলক।
সভার আলোচক চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মাওলানা আব্দুল মতিন মেডিক্যাল কলেজ ও ডেন্টাল কলেজ স্থাপনের জন্য পৌরসভার পক্ষ থেকে জমি প্রদানের ঘোষণা দেন।
সভায় আলোচকরা চাঁপাইনবাবগঞ্জের মানুষের স্বাস্থ্য ঝুকির কথা তুলে ধরে মেডিক্যাল কলেজ স্থাপনের দাবিতে জেলার সব শ্রেণীর মানুষকে এগিয়ে আসার আহবান জানান।
মতবিনিময় সভায় প্রধান অথিতি আব্দুল ওদুদ চাঁপাইনবাবগঞ্জের মানুষের এই দাবি বাস্তবায়নে তিনি সর্বাত্মকভাবে কাজ করবেন উল্লেখ করে দাবি বাস্তবায়নে সব শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
সভায় শিক্ষক, আইনজীবি, চিকিৎসক, পৌর কাউন্সিলর, সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-০৯-১৫