গোমস্তাপুরে ৩ ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা প্রশানের আয়োজনে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে এ মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। এ উপলক্ষে সকালে একটি র‌্যালি উপজেলা চত্ত্বর থেকে বের হয়ে রহনপুর শহর প্রদক্ষিন করে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভার মিলিত হয়।
গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদ এর সভাপতিত্বে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহনপুর পৌরসভার মেয়র গোলাম রাব্বানী বিশ্বাস, গোমস্তাপুর উপজেলা পরিষদেও প্যানেল চেয়ারম্যান নুরুন নেসা বাবলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও রহনপুর ইউপি চেয়ারম্যান সাজাহান আনসারী মামলত। বক্তব্য রাখেন রহনপুর ই্্্্উসুফ আলী কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসাইন, যুবলীগ নেতা রাসেদুল ইসলাম ও সেরাজুল ইসলাম টাইগার,শিক্ষক সারোয়ার জাহান সুমন প্রমূখ। আলোচনা শেষে প্রধান অতিথি উপজেলা চত্ত্বরে আয়োজিত মেলার ১৭ টি স্টল পরিদর্শন করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ সংবাদদাতা, গোমস্তাপুর/ ২৯-০৯-১৫

,