শিবগঞ্জে ফেনসিডিলসহ ২ জন আটক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে ৩শ’ ৫০ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছে পৌর এলাকার জালমাছমারী গ্রামের সহবুল মিস্ত্রির ছেলে হাদিউর রহমান (২৬) ও মোবারকপুরের টিকরী কালিচক গ্রামের মোস্তফার ছেলে আরিফুল ইসলাম (২৭)। শিবগঞ্জ থানার ওসি এম এম ময়নুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল সাড়ে ৬ দিকে উপ- পরিদর্শক নূরে আলম সিদ্দিকীর নেতৃত্বে একদল পুলিশ কানসাটের গোপালনগর মোড়ে একটি ভটভটিকে তল্লাশী চালায়। এসময় ৩শ’ ৫০ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক করা হয়। এব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২৯-০৯-১৫
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২৯-০৯-১৫