শিবগঞ্জে বাসর ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মর্মান্তিক মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার উপরটোলা গ্রামে বাসর ঘরে বিদ্যুতের বাতি ঠিক করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু হয়েছে। নিহত বরের নাম সোহাগ আলী (২২)। সে শিবগঞ্জ পৌর এলাকার উপরটোলা গ্রামের মাহিদুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোহাগ আলী শনিবার রাত ১১টার দিকে উপরটোলা গ্রামের নিজ বাড়ির ঘরে বিদ্যুতের সংযোগ লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট গুরুত্বর আহত হয়। পরে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এম ময়নুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে নিহতের স্বজনরা জানান, সোহাগ আলী শনিবার পৌর এলাকার লাগাদপাড়া গ্রামের সুজন আলীর মেয়ে রেশমা সাথে বিয়ে হয়। বিয়ের পর নতুন বউ বাড়িতে নিয়ে আসে। পরে রাতে তার নিজ শোয়ার ঘরে বিদ্যুতের সমস্যা থাকায় তা মেরামত করতে যায়। এসময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হয়। আহত অবস্থায় উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। কিন্তু নতুন বউয়ের মুখ দেখার আগেই তার এমন মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছে না নিহতের পরিবার ও এলাকাবাসি। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১৩-০৯-১৫

,