শিবগঞ্জ সীমান্তে ১৭রাউন্ড পিস্তুলের গুলিসহ ১জন আটক

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে রানীনগর হঠাৎপাড়া গ্রামে থেকে শনিবাব বিকালে  ১৭ রাউন্ড পিস্তুরেরগুলিসহ মিনু (২১) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। আটককৃত হচ্ছে মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের কাশুর ছেলে।
সিংনগর বিওপি কমান্ডার নায়েব সুবেদার কবিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিংনগর বিওপির একটি টহল দল মনাকষা ইউনিয়নাধীন রানীনগর হঠাৎপাড়া গ্রামের রাস্তার উপর থেথে মিনুকে ১৭ রাউন্ড পিস্তুলের গুলিসহ আটক করে।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১২-০৯-১৫

,