আমনুরা হযরত বুলন্দ শাহ কলেজের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা ঝিলিম ইউনিয়নের আমনুরা হযরত বুলন্দ শাহ কলেজের নতুন একাডেমিক ভবনের আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য আব্দুল ওদুদ। শিক্ষা প্রকৌশল দপ্তরের তত্তাবধানে প্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকা ব্যায়ে চারতলা ভিতের দ্বিতল বিশিষ্ট ৬ কক্ষের ভবনটির ভিত্তিপ্রস্তরের নামফলক উন্মোচন করা হয়।
রোববার দুপুরে কলেজ প্রাঙ্গণে  অধ্যক্ষ আজিজুর ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংসদ সদস্য আব্দুল ওদুদ,শফিকুল ইসলাম, আমনুরা ঝিলিম ইউনিয়নের চেয়াম্যান তসিকুল ইসলাম তসি প্রমুখ।  এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, সুন্দরপুর ইউ.পি চেয়ারম্যান মতিউর রহমান মতিসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩-০৯-১৫