শাহনেয়ামতুল্লাহ কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

চাঁপাইনবাবগঞ্জ শাহনেয়ামতুল্লাহ কলেজের নতুন একাডেমিক ভবনের আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য আব্দুল ওদুদ। শিক্ষা প্রকৌশল দপ্তরের তত্তাবধানে প্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকা ব্যায়ে চারতলা ভিতের দ্বিতল বিশিষ্ট ৬ কক্ষের ভবনটির ভিত্তিপ্রস্তরের নামফলক উন্মোচন করা হয়।
রবিবার সকালে কলেজ অডিটোরিয়ামে অধ্যক্ষ আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও সংসদ সদস্য আব্দুল ওদুদ, ব্যবস্থাপনা কমিটির সদস্য হাসিব হোসেন, শফিকুল আলম ভোতা, জহুরুল ইসলাম, কেজিপুর কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, শিক্ষার্থী মোস্তাকিম, রুমা আখতার লরিন,প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা কমিটির সদস্য শামসুল হক, নামোশংকরবাটী কলেজের অধ্যক্ষ আব্দুল জলিল, সুন্দরপুর ইউ.পি চেয়ারম্যান মতিউর রহমান মতিসহ শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩-০৯-১৫